রেনু বেগম (৬০), স্বামী- মধুর আলী, তেলিপাড়ার ফ্রিজ মেস্তরী শুকুরের মা (ব্রেন ষ্ট্রোকের রোগী) নামে একজন মহিলা গত ৫ই মে রোবিবার দুপুর ১২টার দিকে লাকসামের নরপাটি তেলীপাড়া গ্রাম থেকে সবার অজান্তে হারিয়ে যায়। হারানোর সময় তার পরনে ছিল খয়েরী রংয়ের মেক্সী ও ওড়না। গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট। স্বাস্থ্য মাঝারী গঠনের। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা গেল। এ বিষয়ে লাকসাম থানায় ০৫/০৫/২০২৪ইং তারিখে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।
যোগাযোগ:
মোঃ শুকুর আলী (ছেলে)-০১৬১২-৮৭৮১৩২
মোঃ মধুর আলী (স্বামী)-০১৮১৬-৭০৮৫৯২
নরপাটি তেলীপাড়া, লাকসাম, কুমিল্লা।
মোঃ শুকুর আলী (ছেলে)-০১৬১২-৮৭৮১৩২
মোঃ মধুর আলী (স্বামী)-০১৮১৬-৭০৮৫৯২
নরপাটি তেলীপাড়া, লাকসাম, কুমিল্লা।








.jpg)


