Featured

Type Here to Get Search Results !

লাকসামে রসুইঘর রেস্টুরেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: লাকসাম রসুইঘর রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।

পৌর শহরের পূর্ব লাকসাম যুক্তিখোলা রোডে উম্মুল ক্বোরা মাদ্রাসা সংলগ্নে শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে মেহমানদের মাঝে উপস্থিত ছিলেন, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আ.ন.ম তাজুল ইসলাম, নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, আল-আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার, শাহপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা বিলাল হোসাইন মালেকী, জামেয়াতুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইউসুফ, মদিনাতুল উলুম ইসলামীয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের, ভোলদীঘি কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা সোলায়মান সরোয়ার, এডভোকেট মোশারফ হোসেন খন্দকার, উম্মুল ক্বোরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের উপদেষ্টা এবিএম আদম সফিউল্লাহ, রেস্টুরেন্টের প্রোপাইটার আসাদুল্লাহ যোবায়ের, পরিচালক আব্দুল্লাহ তারেক, ওসামা বিন শফিউল্লাহ, আব্দুল্লাহ মাহমুদ।

আসাদুল্লাহ জুবায়ের জানান, এ অঞ্চলের মানুষের রুচি অত্যন্ত উঁচু মানের। তাদের কথা মাথায় রেখে আমাদের এখানে চট্টগ্রামের বিখ্যাত মেজবানি, বিয়েবাড়ির আয়োজন, স্পেশাল ভুনা খিচুড়ি, স্পেশাল হাঁস ভুনা, সি ফিশ ও বারবিকিউ, নেহারি, হালিম, চাপ, কাবাব, বারবিকিউ পরিবেশনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বিশেষ আকর্ষণ মুড়িওয়ালা; চিকেন ঝুরা মুড়ি, বিফ ঝুরা মুড়ি, ডিম মুড়ি, কলিজা মুড়ি, মিক্স ছোলা মুড়ি, কলিজা সিঙ্গারা, কিমা পুরি, চপ, বেগুনি, পেঁয়াজু, রেশমি জিলাপি, ভেলপুরি, দই ফুচকা, চিকেন ফুচকা, চিকেন চটপটির ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, লাকসাম পৌরসভার মধ্যে আমাদের হোম ডেলিভারির সুবিধা রয়েছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার