নিজস্ব সংবাদদাতা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা মডেল মসজিদ খতিব প্রমুখ।
বক্তারা আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও নাঙ্গলকোট উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, কৃষি জমির মাটি কাটা বন্ধ, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ রোধে কার্যকরী ভূমিকা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।