Featured

Type Here to Get Search Results !

অনিক হত্যা মামলায় জেলহাজতে থাকা যুবদল নেতা রকি-সাকিলের মুক্তি দাবি


নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসামে আলোচিত অনিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে জেলা যুবদল নেতা সাইমুন রহমান রকি ও সাঈদ হাসান সাকিলকে জেলহাজতে পাঠানো হয়েছে।

যুবদল নেতা সাইমুন রহমান রকির পিতা লাকসাম প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান সেলিম জানান, ২০২৩ সালে লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রলীগের সহ-সভাপতি অনিক আহত হয়। চারদিন পর রহস্যজনকভাবে অনিক মারা যায়। এ নিয়ে স্থানীয় আ'লীগ নেতারা অনিকের মাকে দিয়ে হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় আমার ছেলে যুবদল নেতা সাইমুন রহমান রকি, সাঈদ হাসান সাকিল ও আমাকেসহ স্থানীয় বিএনপির নেতা কর্মীদের জাড়ানো হয়। ওই মামলায় প্রথমে ৫ জন আসামি জামিন পায়। পরে জেলা যুবদল নেতা সাইমুন রহমান রকি ও সাইদ হাসান সাকিল হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন পায়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) কুমিল্লা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত তাদের দু’জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরো বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে দায়ের করা এই মামলায় আমাদের পরিবারসহ বিএনপি ও যুবদলের অনেক নেতা-কর্মীকে হয়রানি করা হয়েছে। সর্বশেষ দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে, মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় জেলহাজতে থাকা দুই যুবদল নেতার মুক্তির দাবী জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার