Featured

Type Here to Get Search Results !

লাকসামের নশরতপুর মধ্যপাড়া সমাজ পরিচালনা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম পৌরসভার নশরতপুর মধ্যপাড়া আদর্শ সমাজ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের ১নং ওয়ার্ডের নশরতপুর মধ্যপাড়া নেভি মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে গ্রামের লোকজনের সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ মফিজুর রহমান। উপদেষ্টা হিসেবে রয়েছেন, মোঃ মজিবুর রহমান, শামছুল হক, আব্দুল মমিন, হাবিবুর রহমান, মহরম আলী, রবিউল আলম ও সাইফুল ইসলাম।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, মোঃ আব্দুর রশিদ। সর্দারদের মধ্যে রয়েছেন, তোফাজ্জল হোসেন বাবুল, আশিকুল আলম, আবুল খায়ের শাহীন, জহিরুল ইসলাম ও দাওয়াতি সর্দার আবু সাঈদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ বলেন, দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে সমাজে বিশৃংখলা সৃষ্টি হয় না। বাইরের কেউ আক্রমণেরও সাহস পায় না। 

এ সময় তিনি আদর্শ সমাজ বিনির্মাণে, সামাজিক প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নবগঠিত গ্রাম কমিটির নেতৃবৃন্দকে ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাজ সেবক আলহাজ মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেন বাবুল এবং আশিকুল আলমের পরিচালনায় কমিটি গঠন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, বিএনপি নেতা মোখলেসুর রহমান।

এ সময় নশরতপুর মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি মনিরুজ্জামান রতন, সাবেক অধ্যক্ষ মাওলানা মোবাশ্বের হোসেন, আবুল খায়ের শাহিন, কামাল হোসেন, নুরে আলম, ফরহাদ হোসেন, রবিউল আলমসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার