Featured

Type Here to Get Search Results !

হোমনা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি: কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোর্শেদুল ইসলাম শাজুকে (দৈনিক আমাদের সময়) সভাপতি ও মো. আক্তার হোসেনকে (ভোরের ডাক) পুনরায় সাধারণ সম্পাদক করে শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা হয়।

সর্বসম্মতিক্রমে ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-  সহ-সভাপতি (সাবেক সভাপতি) মো. ইব্রাহিম খলিল (সম্পাদক ও প্রকাশক ক্রাইম পেট্রোল২৪.কম), অধ্যাপক মো. শাহ আলম জাহাঙ্গীর (আমাদের অর্থনীতি), আবুল বাশার সরকার ( রুপসী বাংলা), মো. হানিফ খান (দৈনিক দিনকাল), মো. আলী হোসেন বাবুল (যুগান্তর) ও সৈয়দ আনোয়ার ( মানবজমিন), যুগ্ম- সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পলাশ (নয়াদিগন্ত), মকবুল হোসেন (এশিয়া বানী), সাংগঠনিক সম্পাদক মো. মোরশিদ আলম (আমার বার্তা), দপ্তর সম্পাদক এস এম মইনুল ইসলাম মিশুক (দৈনিক বায়ান্ন), অর্থ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম (খোজখবর), প্রচার সম্পাদক মো. আসাদুল হক রফিক (হোমনার আলো), সাহিত্য সম্পাদক মো. কাউসার , সদস্য মো. এরশাদুল আলম (সংবাদ প্রতিদিন), মো. জয়নাল আবেদীন (করতোয়া), মো. শফিউল আলম (ভোরের দর্পন), মো. হাবিবুর রহমান, মো. মানিক ও রুবেল রানা। 

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার