বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া আমাদের প্রিয় দল বিএনপি আজ ৪৭ বছরে পদার্পণ করেছে। এ দিনে আমাদের শপথ হোক দেশ ও জাতির কল্যাণে কাজ করার। ষড়যন্ত্র যত গভীরই হোক, কোনো ষড়যন্ত্রই সফল হবে না। ফ্যাসিস্ট শাসক যেমন পালিয়েছে, ষড়যন্ত্রকারীরাও পালাতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশে অন্যায়, দুর্নীতি ও দুঃশাসন কায়েম করেছে। আমাদের নেত্রী থেকে শুরু করে প্রত্যেক নেতা-কর্মী কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এ অন্যায়ের বিচার হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা পিআর ছাড়া নির্বাচন হতে দেবেন না বলে হুমকি দিচ্ছে, তাদের এ দেশেই থাকার অধিকার নেই, তাদের পাকিস্তান পাঠিয়ে দেয়া হবে। নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, অধ্যাপক সারওয়ার জাহান ভূইয়া দোলনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভার বিএনপির সভাপতি মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা, আবুল বাশার কিরন, এসএম মনসুর, গিয়াস উদ্দিন সৈকত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ইউসুফ হারুন পাটোয়ারী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, যুবদল সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলেরৃ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।