নিজস্ব প্রতিবেদক: রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত ২০২৩ সালের আলিম ও এইচএসসি পরীক্ষার ফলাফলে লাকসামের মুদাফরগঞ্জ ফাযিল মাদ্রাসা, ফুলগাঁও ফাযিল মাদ্রাসা, কালিয়াপুর আলিম মাদ্রাসা ও ছিলইন আলিম মাদ্রাসার শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৯টি কলেজের ১৯৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৮০ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৮৬.৮৬%। উত্তীর্ণদের মাঝে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। গতবার এ পাশের হার ছিল ৯০.৭০%, জিপিএ-৫ পেয়েছিল ২৭১ জন। এবার উপজেলায় প্রথম স্থান অধিকার করে লাকসাম ক্যামব্রিয়ান কলেজ। পাশের হার ৯৭.৮৫%।
অপরদিকে, উপজেলার ৮টি মাদরাসার ৩৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৪ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৯৭.৩৮%। উত্তীর্ণদের মাঝে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। গতবার এ পাশের হার ছিল ৮৯.৫৫%, জিপিএ-৫ পেয়েছিল ৩৪ জন।
লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল জানান, প্রকাশিত ফলাফলে এবার লাকসাম ক্যামব্রিয়ান কলেজের ৯৩ জনে ৯১ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯৭.৮৫%, জিপিএ-৫ পেয়েছে ৭ জন, নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজের ২৩৭ জনে ২২২ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯৩.৬৭%, গন উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৩৮ জনে ১৩১ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯৪.৯৩%, জিপিএ-৫ পেয়েছে ৫ জন, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ৮২২ জনে ৭৩৮ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮৯.৭৮%, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন, আজগরা হাজী আলতাফ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭৪ জনে জন ৬৪ উত্তীর্ণ হয়, পাশের হার ৮৬.৪৯%, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, মুদাফরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৯৪ জনে ১৬৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮৬.০৮%, রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০৭ জনে ৮৬ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮০.০৭%, আতাকরা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭৪ জনে ৫০ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৬৭.৫৭% এবং লাকসাম মডেল কলেজের ১৯৫ জনে ৬৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৩৪.৩৬%।
এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ পাশসহ মুদাফরগঞ্জ ফাযিল মাদরাসার ৫১ জনে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, ফুলগাঁও ফাযিল মাদরাসার ৩৬ জনে জিপিএ-৫ পেয়েছে ৫ জন, কালিয়াপুর আলিম মাদরাসার ১৪ জন ও ছিলইন আলিম মাদরাসার ১০ জন পরিক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়।
অন্যদিকে, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার ১২৬ জনে ১২৩ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯৭.৬৪%, জিপিএ-৫ পেয়েছে ৯ জন, বড়বাম ফাযিল মাদরাসার ১৯ জনে ১৮ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯৪.৭৪%, জিপিএ-৫ পেয়েছে ১ জন, বিজরা নাজিরিয়া ফাযিল মাদরাসার ৫৯ জনে ৫৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯১.৬১%, জিপিএ-৫ পেয়েছে ৭ জন, আউশপাড়া ফাযিল মাদরাসার ২৮ জনে ২৬ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮৯.২৯%।
উল্লেখ্য, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৯০.৭০%, জিপিএ-৫ পেয়েছিল ২৭১ জন। আলিম পরীক্ষায় পাশের হার ছিল ৮৯.৫৫%, জিপিএ-৫ পেয়েছিল ৩৪ জন।
ছবি: উপজেলায় প্রথম হওয়া লাকসাম ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থীরা।