নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে এক গৃহবধূ ও তার বৃদ্ধ শ্বশুরকে কুপিয়ে আহত করেছে। বুধবার (১৮ জুন) সকাল ১০টায় উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ষোলাপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের ছেলে মোঃ ফারুক জানান, প্রতিবেশী রফিকুল ইসলামের সাথে একটি জমি নিয়ে আদালতে উভয় পক্ষের মামলা রয়েছে। এর প্রেক্ষিতে প্রায়ই তিনি ও তার পরিবারের সদস্যরা আমাদের পরিবারের সদস্যদের গালাগালিসহ প্রাণনাশের হুমকি দিত। বুধবার সকাল ১০টার দিকে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ রফিক মিয়া (৬৫)। এ সময় প্রতিপক্ষ রফিকুল ইসলাম (৫০), তার স্ত্রী মিনারা আক্তার (৪৫) ও ৩ মেয়ে পপি আক্তার (২২), ফারজানা আক্তার (২০), ফারিয়া (১৭) অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে রফিক মিয়াকে কুপিয়ে আহত করে। এ সময় তার শোর চিৎকারে পুত্রবধূ সুমাইয়া আক্তার (২০), স্ত্রী জাহানারা বেগম (৫০) ও মা রজ্জবের নেছা (৮৫) বৃদ্ধকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। তাদের পরনে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এছাড়াও জাহানারা বেগমকে পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টা করা হয়। আহত বৃদ্ধ রফিক মিয়াকে লাকসাম সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূ সুমাইয়া আক্তার, জাহানারা বেগম ও রফিক মিয়ার বৃদ্ধা মা রজ্জবের নেছা লাকসাম সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলামের মুঠোফোনে কল দিলে তার স্ত্রী অপর অভিযুক্ত মিনারা আক্তা কল রিসিভ করে বলেন, আমাদেরকেও তারা মেরেছে। আমরা হাসপাতালে আছি।
এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষকে চিকিৎসা নিতে বলছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।







.jpg)



