Featured

Type Here to Get Search Results !

ট্রাস্ট ফ্যাশনে অভিনব মূল্য ছাড়! পাঞ্জাবি কিনলেই ইফতার ফ্রি!

বিজনেস রিপোর্টার: দীর্ঘ ১২ বছর আগে আধুনিক ও রুচিশীল পোশাক 'পাঞ্জাবির' সমাহার নিয়ে লাকসাম পৌর শহরের প্রাণকেন্দ্র চাউল বাজারে অবস্থিত হাজী মোকছেদ আলী টাওয়ারে যাত্রা শুরু করে স্বনামধন্য ট্রাস্ট ফ্যাশন। 

ট্রাস্ট ফ্যাশন-ই পাঞ্জাবি ফ্যাশন -শ্লোগানকে ধারণ করে এ প্রতিষ্ঠানটি দেখতে দেখতে এক যুগ অতিক্রম করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে।

গতবছর লাকসাম পৌর শহরের চৌদ্দগ্রাম রোডে পাইওনিয়ার সিটি নিউ মার্কেটের ৩য় তলায় প্রতিষ্ঠানের আরো একটি শাখা উদ্বোধন করা হয়েছে।

প্রতিষ্ঠানের কর্ণধার এটিএম শওকত হোসেন বিপ্লব গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করে জানান, আমরাই প্রথম লাকসামে আধুনিক, বাহারি, রুচিশীল, ফ্যাশনেবল ও সাশ্রয়ী পাঞ্জাবির শো-রুম ওপেন করেছি। আমাদের সংগৃহীত নানা রকমের পাঞ্জাবি ইতিমধ্যেই অত্রাঞ্চলের রুচিশীল গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করেছে। গ্রাহকদের ক্রমবর্ধমান রুচি ও চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা সবসময়ই উন্নতমানের পাঞ্জাবি সংগ্রহ করে থাকি।আমরা আগামীতে আরো সাশ্রয়ী মূল্যে নিজেদের প্রতিষ্ঠানে তৈরিকৃত উন্নত মানের পাঞ্জাবি সরবরাহের লক্ষ্যে কাজ করছি।

এটিএম শওকত হোসেন বিপ্লব আরো জানান, ট্রাস্ট ফ্যাশনের ১৩তম বর্ষে পদার্পণ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে হাজী মোকছেদ আলী টাওয়ার মূল শাখা ও পাইওনিয়ার সিটি নিউ মার্কেটের ৩য় তলার শাখা থেকে যে কোন পোশাক কিনলেই ইফতার সামগ্রী ফ্রি। আর মাত্র ৫০০০ হাজার টাকার পাঞ্জাবী ক্রয় করলেই আকর্ষণীয় গিফটসহ থাকছে আরো অনেক পুরস্কার। এছাড়া আমাদের এ সংবাদটি শেয়ার করলেই গ্রাহক পাবেন বিশেষ ডিসকাউন্ট! আরো থাকছে ৩০% থেকে ৬০% পর্যন্ত মূল্য ছাড়! এক্ষেত্রে আমাদের নির্ধারিত টোকেন প্রদর্শন করতে হবে।

শওকত হোসেন বিপ্লব বলেন, টোকেন প্রদর্শন কিংবা এ নিউজ শেয়ার করলেই আমাদের পাইওনিয়ার সিটি নিউ মার্কেটের ৩য় তলার শাখায় মাত্র ৬০০ টাকায় ভালো মানের একটি পাঞ্জাবী দেওয়া হবে। আর যে কোন পোশাক কিনলেই ইফতার সামগ্রী ফ্রী।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার