নিজস্ব সংবাদদাতা: কুমিল্লায় অবস্থানরত লাকসাম-মনোহরগঞ্জবাসীর সম্মানে লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) কুমিল্লা কোটবাড়ি অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)'র ময়নামতি অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আব্দুল হাকিম।
দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আহ্বায়ক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেভ দ্যা হিউমিনিটির প্রধান নির্বাহী অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
অনুষ্ঠানে ফোরামের আহ্বায়ক বদিউল আলম সুজন লাকসাম ও মনোহরগঞ্জের প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়ন ফোরামের সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন হযরত মাওলানা জহিরুল ইসলাম জাবেরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ আবুল বাশার, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আহবায়ক হামিদুর রহমান সোহাগ, মাওলানা জহিরুল ইসলাম, লাকসাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা ইসরাফিল হোসাইন, হাবিবুর রহমান মজুমদার, এটিএম শওকত হোসেন বিপ্লব। অনুষ্ঠানে কুমিল্লায় অবস্থানরত লাকসাম-মনোহরগঞ্জবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







.jpg)


