নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপনির্বাচনে ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান জানান, নির্বাচনের সকল প্রক্রিয়া অনলাইনে সম্পাদিত হয়। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) অনলাইনে ৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এদের মধ্যে ওই ওয়ার্ডের সালেপুর উত্তর মসজিদ বাড়ীর আনিছুর রহমানকে ফুটবল, মুন্সী বাড়ী আরিফুর রহমানকে মোরগ, তালুকদার বাড়ির মোঃ আবুল কালামকে তালা, স্কুল বাড়ির শাহা পরানকে ভ্যান গাড়ি ও হারুনুর রশিদকে ঘুড়ি প্রতিক দেয়া হয়।
তিনি জানান, আগামী ২৮ এপ্রিল ২০২৪ (রোববার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।







.jpg)


