Featured

Type Here to Get Search Results !

লাকসামে ভূমি সেবা সপ্তাহে কুইজ প্রতিযোগিতা-লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: 'স্মার্ট ভুমি সেবা, স্মার্ট নাগরিক' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে লাকসামে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী।

বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল কুদ্দুস, সাংবাদিক মোঃ মিজানুর রশিদ, শিক্ষক ফরিদ হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইউনুছ ভুইয়া প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন,

উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মাজেদুজ্জামান, নাজির মোঃ আইউব আলী, পশ্চিমগাঁও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা তারেক বিন ওয়ালি, দৌলতগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদসহ অন্যান্য ইউনিয়নের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা নামজারিসহ ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতা নিরসনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহযোগিতা নেয়ার আহ্বান জানান।

সেবা সপ্তাহ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় আব্দুল মালেক ইনস্টিটিউট, লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়, আল আমিন ইনস্টিটিউট ও নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এদিকে, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে কর্মশালা, ভূমি সেবা সংক্রান্ত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 

উল্লেখ্য, গত ৮ জুন ভূমি সেবা সপ্তাহ-২০২৪ শুরু হয়। আগামী ১৪ জুন এ সেবা সপ্তাহ শেষ হবে।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার