Featured

Type Here to Get Search Results !

২০২৪ সালে লাকসাম উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলায় ২০২৪ সালের প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়েছে। সম্প্রতি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষক ও শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোষণা করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।

বিভিন্ন ক্যাটাগরীতে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে রয়েছেন- শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দীন (উপজেলা শিক্ষা অফিস, লাকসাম), শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, (উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সুমিতা রানী সাহা (ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন খাঁন (পাশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ফারজানা চৌধুরী (লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ কাব শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম (সহকারী শিক্ষক, বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মোহাম্মদ শাহ আলম)।

উল্লেখ্য, লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা চৌধুরী গত দুইবার উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হন। বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম ২০২২ সালে উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং ২০২৩ সালে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন। 

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার