নিজস্ব প্রতিবেদক: মা রিপা রানি (২৭) ও ছেলে অনয় সাহা (৩০ মাস) বাড়ি থেকে বের হওয়ার পর ১৪ দিন পেরিয়ে গেলেও তাদের কোন খোঁজ মিলছে না। গত ৬ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় বাসা থেকে বের হওয়ার পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ঝাউতলা এলাকার ভাড়া বাসা থেকে মা ও শিশুপুত্র নিখোঁজ হওয়ার ঘটনায় উৎকণ্ঠায় রয়েছে পরিবারের সদস্যরা। সুজয় সাহার পরিবারের স্থায়ী ঠিকানা কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের খলিলপুর গ্রামে।
এ ঘটনায় নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে রিপা রানীর স্বামী সুজয় কুমার সাহা কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৮১৯, তারিখ: ১০ নভেম্বর) করেন।
জানা যায়, সুজয় কুমার সাহার স্ত্রী ও সন্তান নিখোঁজের দিন বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হন। যাওয়ার সময় রিপা রানী শুধু নিজের পরনের পোশাক এবং আনুমানিক দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যান। সেই থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
সুজয় কুমার সাহা অভিযোগ করেন, আমার স্ত্রী ও ছেলেকে কোনো অজ্ঞাতনামা কেউ অপহরণ করেছে বলে সন্দেহ করছি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও তাদের পাওয়া যায়নি। আমি তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। রিপা রানীর পরনে ছিল বেগুনি ও হলুদ রঙের থ্রি-পিস। তার গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিনুল ইসলাম বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। নিখোঁজদের খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা এবং অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে, নিখোঁজের ঘটনায় পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে। স্বজনরা আশা করছেন, তাদের মা ও শিশুপুত্রকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসন সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবে। এদিকে সুজয় কুমার সাহা প্রতিনিয়ত তার ফেসবুক আইডিতে ফিরে আসার আকুতি জানিয়ে পোস্ট দিয়ে যাচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি নিখোঁজদের সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে নিকটস্থ থানায় অথবা মোবাইল নম্বর ০১৭১১৫৭২৪৪৫-এ যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।







.jpg)


