লাকসামে যুব সমাবেশে আবুল কালাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, চৈতি গ্রুপের এমডি মোঃ আবুল কালাম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের সকল সেক্টর ক্ষতবিক্ষত করেছে। দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, শিল্প, গার্মেন্টস, কৃষি, গ্যাস, বিদ্যুৎসহ সকল খাতে ব্যাপক লুটতরাজ করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।
তিনি বলেন, বিগত ১৭ বছর আমরা হাজার হাজার মামলা-হামলায় জর্জরিত হয়েছি। ডক্টর ইউনুসের সরকার স্বল্প সময়ের জন্য এসেছেন। সংস্কার করার জন্য তাদেরকে একটু সময় দেওয়া দরকার। তাদের ডিস্টার্ব করলে আমাদেরই অসুবিধা। তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে।
শনিবার (৯ অক্টোবর ) বিকেলে মুদাফরগঞ্জ ইউনিয়ন যুবদলের উদ্যোগে মুদাফরগঞ্জ আলী নওয়াব হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ এমরান খোকনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহমান বাদল, কুমিল্লা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নুরুল্লাহ রায়হান, লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম মানু, উপজেলা বিএনপির সদস্য সচিব নূর হোসেন চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক কাজী আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক শাহআলম চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ সুলতান খোকন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক। উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান দুলাল ও মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুল কাশেম গাদ্দাফির পরিচালনায় সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।