জানা গেছে, উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত রোববার কৃষকলীগ নেতা মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে ‘জুতার মালা’ পরানোর ঘটনা শুনে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন মসজিদের ইমাম নাঙ্গলকোটের রায়কোট এলাকার আবুল কালাম আজাদ, স্থানীয় জামাল উদ্দিন মজুমদার, ইলিয়াছ ভুঁইয়া, নানার বাড়িতে বেড়াতে যাওয়া চাঁদপুর সদর উপজেলার মইশাদী গ্রামের ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদসহ বেশ কয়েকজন। রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ভিডিওটি ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পুলিশ ভিডিও দেখে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরমধ্যে স্থানীয় মসজিদের ইমাম আবুল কালাম আজাদ ও ভাগিনা সাজ্জাদকে গ্রেফতার করায় সংশ্লিষ্ট এলাকাসহ সর্বত্র সমালোচনার ঝড় উঠে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ইমাম ও ভাগিনাসহ নিরপরাধ ৪ জনকে জামিনে মুক্তি দেন।
ইমামসহ ৪ জন জামিনে মুক্ত: মুক্তিযোদ্ধাকে হেনস্থা
শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নিজস্ব সংবাদদাতা: চৌদ্দগ্রামে কৃষকলীগ নেতা মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় গ্রেফতারকৃত মসজিদের ইমামসহ ৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার কুমিল্লা কারাগার থেকে তারা মুক্তি লাভ করেন। ওইদিন চৌদ্দগ্রাম বাজারস্থ জামায়াত কার্যালয়ে ইমামসহ মুক্ত ৪ জনকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারী মোতাহার উদ্দিন, শিবির নেতা বেলায়েত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Tags