Featured

Type Here to Get Search Results !

লাকসামে সম্পত্তি দখলে বাঁধা দেওয়ায় দখলদারদের হামলায় যুবক আহত

নিজস্ব সংবাদদাতা: কুমিল্লার লাকসামে জোর পূর্বক সম্পত্তি দখলে বাঁধা দেওয়ায় আনোয়ার হোসেন নামে এক চাকুরিজীবী যুবককে আহত করা হয়েছে। উপজেলার বাটিয়াভিটা গ্রামের শাহাদাত হোসেন ও ইউনুসের বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠে।

ঘটনাটি ঘটেছে, রোববার (৬ এপ্রিল) বিকালে উপজেলার বাটিয়াভিটা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন বাদী হয়ে লাকসাম থানায় অভিযুক্ত শাহাদাত হোসেন ও ইউনুসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বাটিয়াভিটা গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে আনোয়ার হোসেন পাটোয়ারীর সাথে একই গ্রামের আলী আশরাফের ছেলে শাহাদাত হোসেন ও মীর হোসেনের ছেলে ইউনুস মিয়ার সঙ্গে জায়গা সম্পত্তির নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শাহাদাত হোসেন প্রায়শ ভুক্তভোগী আনোয়ার হোসেনেকে প্রাণনাশের হুমকি ও সম্পত্তি নিজের দখলে নেওয়ার জন্য চেষ্টা করেন। রোববার বিকালে শাহাদাত হোসেন জোর পূর্বক আনোয়ার হোসেনের মাঠের সম্পত্তির দখল করার চেষ্টা চালায়। এসময় আনোয়ার হোসেন বাঁধা দিলে দখলকারী শাহাদাত হোসেন ও ইউনুসসহ কয়েকজন আনোয়ার হোসেনের উপর হামলা করে। এতে গুরুতর আহত হয় আনোয়ার। এ সময় আনোয়ারের আত্ম চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। 

ভুক্তভোগী জানান, শাহাদাত হোসেন ও ইউনুসের মূল ইন্ধনদাতা বাটিয়াভিটা গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে যুবদল নেতা শাখাওয়াত হোসেন দলীয় দাপটে আনোয়ার হোসেনকে থানায় না যাওয়ার হুমকি দিচ্ছেন।

তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা শাখাওয়াত হোসেন বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। উভয় পক্ষ কাউকে না মেনে মারামারিতে জড়িয়েছে। আমরা কাউকে ইন্ধন দেইনি বরং সুষ্ঠু সমাধানের চেষ্টা করেছি। কেউ আইনের আশ্রয় নিতে চাইলে আমরা নিষেধ করবো কেন বরং সহযোগিতা করব।

এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার