Featured

Type Here to Get Search Results !

লাকসামে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি হাইস্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলভী ইব্রাহিম খলিল বলেন, এ ফাউন্ডেশন আর্তমানবতার সেবায়, দরিদ্র-অসহায় শিক্ষার্থীদের সহায়তাসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে। ইউনিয়ন বিএনপি তাদের এ কাজে সর্বাত্মক সহযোগিতা করবে।

ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা আহসান উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার ইউসুফ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন খান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার জহিরুল আলম, প্রবাসী ম্যাক্স মামুন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক দলের খোরশেদ আলম খান, ফাউন্ডেশনের উপদেষ্টা হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মজুমদার, আলী হোসেন, ছাত্রদলের আহবায়ক সাকিব আল হাসান।

ফাউন্ডেশনের সহ-সভাপতি ফরহাদ রেজার পরিচালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও লাকসাম কাপড় ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আতিকুর রহমান।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন, ফাউন্ডেশনের ধর্ম উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল মালেক।

আর উপস্থিত ছিলেন, আহসানুল্লাহ মজুমদার, জসীমউদ্দীন মাইনুদ্দিন মুরাদ, আবু তাহের পাটোয়ারী, তোফাজ্জল হোসেন কামাল, খোরশেদ আলম, আব্দুল কাদের মোল্লা মিশু, রফিক মোল্লা প্রমুখ।

সবার শেষে নরপাটি বাজারে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের কার্যালয়ে উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার