Featured

Type Here to Get Search Results !

দিন-দুপুরে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ও টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জে দিন-দুপুরে চেতনা নাশক ঔষুধ খাইয়ে নগদ টাকা ও অটোরিকশা ছিনতাই করা হয়েছে। রোববার (২৯ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার নোমান উপজেলার পূর্ব বাতাবাড়িয়া গ্রামের হাফেজ আব্দুল কুদ্দুসের ছেলে। 

উপজেলার মুন্সিরহাট বাজারের উত্তর পাশের সড়কে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে নোমানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে স্বজনরা।

নোমানের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বাতাবাড়িয়া গ্রামের নোমান দীর্ঘদিন ধরে অটোরিক্সা চালিয়ে সংসার পরিচালনা করেন। এক ছেলে এক মেয়ের জনক মোঃ নোমান প্রতিদিনের ন্যায় আজও সকালবেলা বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। খিলা বাজার থেকে ২/৩ জন লোক যাত্রী সেজে নোমানকে নিয়ে যায় মুন্সিরহাট বাজারের দিকে। পথিমধ্যে তাকে চেতনানাশক ঔষুধ খাইয়ে অচেতন করে মুন্সিরহাট বাজারের উত্তর পাশে সড়কের উপর ফেলে যায়। এসময় নোমানের কাছে থাকা সকল নগদ টাকা ও অটো রিক্সা নিয়ে যায়। পরে পরিচিত এক ব্যক্তি অচেতন অবস্থায় সড়কের পাশে নোমানকে পড়ে থাকতে দেখে পরিবারের কাছে খবর দেয়। স্বজনরা নোমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে লাকসাম সরকারি হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নোমানের জেঠাতো ভাই আলাউদ্দিন হৃদয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ছয় বছর ধরে নোমান অটো রিক্সা চালায়। দুই সন্তানকে নিয়ে সুখেই ছিলেন নোমান। তার সাথে ঘটে যাওয়া ঘটনার অপরাধীদেরকে বের করে শাস্তির আওতায় আনার জন্য তিনি প্রশাসনের নিকট আহবান জানান। নোমানের পরিবারের পক্ষ থেকে মনোহরগঞ্জ থানায় অভিযোগ দাখিল করা হবে। 

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, বিষয়টি আপনার মাধ্যমে শুনেছি। অভিযোগের আলোকে ঘটনার সাথে সম্পৃক্তদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার