Featured

Type Here to Get Search Results !

কানুসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা: কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানুসহ সব সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চৌদ্দগ্রাম বাজারে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. আখতারুজ্জামান, পৌর জামায়াতের আমির মো. ইব্রাহিম, জেলা শিবির নেতা মহিউদ্দিন রনিসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, খুনি আব্দুল হাই কানুসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে চৌদ্দগ্রামে সংঘটিত সব হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। জামায়াতের নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, বিগত সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছাত্র-জনতার ওপর হামলায় ব্যবহৃত সব অস্ত্র উদ্ধার করতে হবে। দ্রুত বিষয়গুলো কার্যকর না হলে উপজেলা জামায়াত আরও কঠোর কর্মসূচি দেবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার