Featured

Type Here to Get Search Results !

তৃতীয় কোয়ার্টার ফাইনালে জয় পেল গাজীমুড়া‌ আল-আমিন স্পোর্টিং ক্লাব

ভাষা সৈনিক আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম প্রেসক্লাব আয়োজিত ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রীজ কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে লাকসামের গাজীমুড়া আল-আমিন স্পোর্টিং ক্লাব ২-০ গোলে নোয়াখালীর মাইজদী স্টার ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে।


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন, নাছির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ নাছির উদ্দিন মজুমদার, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম, ক্রীড়া ব্যক্তিত্ব ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করিম রিমু, সমাজ কল্যাণ সম্পাদক ওমর ফারুক, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, কামরুজ্জামান রিয়াদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, ভিপি ময়নাল। সহকারী হিসেবে ছিলেন, হারুনুর রশিদ ও মোঃ মকবুল হোসেন সরকার। চতুর্থ রেফারি ছিলেন, এনায়েত উল্লাহ হেজাজি। ম্যাচ কমিশনার ছিলেন, জাহাঙ্গীর আলম।

শুক্রবার টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে (১৪ ফেব্রুয়ারি) লালমাইয়ের বেলঘর স্পোর্টিং ইউনিয়ন বনাম চট্টগ্রাম টাইগারপাস সেভেন স্টার ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার