Featured

Type Here to Get Search Results !

লাকসামে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম পৌরসভায় জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২ ফেব্রুয়ারি) লাকসাম পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা, শোভাযাত্রা ও পৌর কার্যালয়ের সম্মূখে বিশেষ বুথ স্থাপন করা হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য শেষে লাকসাম পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নে একযোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ কাউছার হামিদের সভাপতিত্বে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক এসএম গোলাম কিবরিয়া।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আখতার হোসেন মানু, পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আল ইমরান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল খায়ের, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাস প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।


Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার