নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত কর্মী জসিম উদ্দিনের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরে জামায়াতের সভা শেষে ঢাকা ফেরার পথে তিনি নিহত ওই কর্মীর প্রতি ভালোবাসা ও নাড়ির টানে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়ার যান। ঐ সময় তিনি নিহত জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা দেন।
এ সময় ডাঃ শফিকুর রহমান বলেন, আমি আমাদের সাথীর পরিবারের দায়িত্ব নিচ্ছি। উনার বাচ্চারা যতক্ষণ না প্রাপ্ত বয়স্ক হবে, ততক্ষণ প্রতি মাসের এক তারিখে তাদের আর্থিক সহযোগিতা করবে জামায়াতে ইসলামী। বাবার স্বপ্ন পূরণে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের সহ-সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইয়াসির আরাফাতসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বাগমারা উত্তরবাজার এলাকায় যানজটে আটকা পড়ে জামায়াত আমিরের গাড়িবহর। স্থানীয় নেতা-কর্মীরা যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টাকালে তিশা ট্রান্সপোর্টের একটি বাস বেপরোয়া গতিতে এসে জামায়াত কর্মী জসিম উদ্দিনকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জসিম উদ্দিন (৪৫) লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়ার মৃত আলী আশরাফ মোল্লার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা শিশুসন্তান রেখে গেছেন।