Featured

Type Here to Get Search Results !

লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫ জুয়াড়ি জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আবাসিক হোটেল থেকে ১৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় (৭ মার্চ) পৌরসভা রোডের হোটেল সুপার থেকে ওই জুয়াড়িদের আটক করা হয়।

লাকসাম থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ জানান, দৌলতগঞ্জ বাজারের নোয়াখালী রেলগেইট সংলগ্ন পৌরসভা রোডের হোটেল সুপার নামে একটি আবাসিক হোটেলে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর তাহসিন এর নেতৃত্বে একটি দল পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাতে ওই আবাসিক হোটেলে যৌথ অভিযান চালায়। এ সময় নগদ ৮৩ হাজার ২৭০ টাকা, ১৬টি মোবাইল ফোনসহ ১৫ জুয়াড়িকে আটক করা হয়।

আটক জুয়াড়িদের মধ্যে রয়েছে, লাকসাম পৌরসভার গাজীমুড়া গ্রামের মৃত হাছান আলীর ছেলে মো. সাইফুল (৩৮), মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. লাতু মিয়া (৬৫), সামছুল হকের ছেলে এরশাদ হোসেন (৪৭), মুজাফ্ফর আলীর ছেলে বিল্লাল হোসেন (৩৬), মৃত আজগর আলীর ছেলে মো. সোহেল (৩৪), মৃত শফিকুর রহমানের ছেলে মো. আশিকুর রহমান (২৪), মৃত অহিদুর রহমানের ছেলে জহির উদ্দিন (২৮), ফতেপুর গ্রামের মৃত আলী আশরাফের ছেলে মো. জসিম উদ্দিন (৫৮), ধামৈচা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৮), মিশ্রী গ্রামের নন্দলাল সাহার ছেলে অর্জুন সাহা (৪৬), রাজঘাটের মৃত দিদার হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (৩৭), উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লক্ষীপুর পূর্ব পাড়ার মৃত আলী মিয়ার ছেলে জাকির হোসেন (৪৮), আজগরা ইউনিয়নের ঘাটার নোয়াগাঁও মেম্বার বাড়ির আমির আলীর ছেলে মফিজুর রহমান (৬০), দামবাহার গ্রামের মৃত যৌবন আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক (৫৪) এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা সফি হাজী বাড়ির শেখ আহাম্মদের ছেলে মো. আব্দুল কুদ্দুস (৪৪)।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, আটক জুয়াড়িদের কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার