নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগি সংগঠন যুব বিভাগের উদ্যোগে লাকসামে যুবকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) লাকসাম পৌরসভা যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি ও লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।
লাকসাম পৌরসভা যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়সাল মুন্সির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের সাবেক আমির মোঃ আবুল হাশেম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, সহ-সেক্রেটারি মাস্টার একেএম শাহ আলম, লাকসাম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ বাহার উদ্দিন মিয়াজী, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ওমর ফারুক সোহরাব, মুহাম্মদ আবুল কালাম। অনুষ্ঠানে লাকসাম পৌরসভার নয়টি ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি সেক্রেটারিসহ অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।