Featured

Type Here to Get Search Results !

লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) পশ্চিমগাঁও দারুন নাজাত মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।

ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ আবুল কালামের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, ওয়ার্ড জামায়াতের নায়েবে আমীর দেওয়ান মাহবুব-ই-ছোবহানী খোকন, আল-আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম তুহিন, ওয়ার্ড আইবিডব্লিউএফ সভাপতি সাইফুল ইসলাম মজুমদার, ইসলামী ছাত্রশিবির লাকসাম পৌরসভা সভাপতি নাজমুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন।

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন, মাওলানা জসিম উদ্দিন। বিশেষ মোনাজাত পরিচালনা করেন, শাহরাস্তি কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হোসাইন মোল্লা।

এ সময় ওয়ার্ড অফিস সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ, তালিমুল কোরআন বিভাগের সভাপতি আনোয়ার হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, ইউনিট সভাপতি গোলাম ফারুক, কাজী শাহ আলম বিএসসি, ব্যাংকার আব্দুল আলী, জামায়াতের কর্মী সমর্থকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অর্ধসহস্র মুসুল্লী ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার