Featured

Type Here to Get Search Results !

১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ৭৫ যুবক

নিজস্ব প্রতিবেদক: ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ৭৫ যুবক। এর মধ্যে ৭০ জন যুবক ৫ জন যুব মহিলা। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লা পুলিশ লাইনের শহীদ আর.আই.এ.বি.এম আব্দুল হালিম মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান মোস্তফা স্বপন।

৪ এপ্রিল এ নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়। এতে ১ হাজার ৩৫১ জন আবেদন করেন। মাঠের পরীক্ষা শেষে ৬৯০ জন উত্তীর্ণ হয়। এরপর লিখিত পরীক্ষা শেষে এ সংখ্যা দাঁড়ায় ২৩৯ জনে। সকল পরীক্ষা শেষে ৭৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়। অপেক্ষমান তালিকায় রয়েছে ১৫ জন। পরে পুলিশ সুপার নির্বাচিতদের কে ফুল দিয়ে বরণ করেন।

ফলাফলে প্রথম দেবিদ্বার উপজেলার মাসিগাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম খোকন ও দ্বিতীয় আদর্শ সদর উপজেলার জামবাড়ী গ্রামের তালেব হোসেনের ছেলে মোঃ রায়হান জানান, কোন তদবির ও ঘুষ ছাড়াই মেধার ভিত্তিতে তাঁরা উত্তীর্ণ হয়েছেন।

এদিকে, ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, কোনরকম তদবির ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যোগ্য ব্যক্তিরাই প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। 

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার