https://www.facebook.com/share/v/1Aj5LS7Pf6/
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৬ মে) কুমিল্লার লাকসাম উপজেলার ফুলগাঁও ফাজিল (স্নাতক) মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য পদে জামায়াত পন্থী দুইজন ও বিএনপি পন্থী একজন নির্বাচিত হন। কিন্তু দুদিন পর ৮ মে মানববন্ধন করে ফেসবুক লাইভে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ তোলেন বিএনপি পন্থী পরাজিত প্রার্থীরা।
ফেসবুক লাইভে বিভিন্ন সমালোচনা ও অভিযোগের জবাব দেয়াসহ পাল্টা অভিযোগ এনে বক্তব্য রাখেন, ফুলগাঁও ফাজিল মাদ্রাসা ছাত্র সংসদের সাবেক ভিপি নিজাম উদ্দিন মোহাম্মদ মহসিন, সদ্য নির্বাচিত অভিভাবক সদস্য মাওলানা মহিউদ্দিন মিয়াজীর চীফ এজেন্ট আব্দুল মান্নান খোকন, আলিম স্তরের পরাজিত প্রার্থী মাওলানা জাফর আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, সদ্য নির্বাচিত অভিভাবক সদস্য মাওলানা মহিন উদ্দিন মিয়াজী, মাওলানা বেলাল হোছাইন, নির্বাচনের এজেন্ট আব্দুল মতিন সবুজ, একই এলাকার মাওলানা আহসান উল্লাহ, মাষ্টার শরিফুজ্জামান, ফুলগাঁও বাজারের ব্যবসায়ী বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।