Featured

Type Here to Get Search Results !

ফেসবুক লাইভে ফুলগাঁও মাদ্রাসার নির্বাচনে কারচুপির জবাব দিলেন ৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক লাইভে ফুলগাঁও ফাজিল (স্নাতক) মাদ্রাসার নির্বাচনে কারচুপির জবাব দিলেন ৩ প্রার্থী। শুক্রবার সন্ধ্যায় ফুলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় করা লাইভে নির্বাচন নিয়ে পরাজিত প্রার্থীদের মানববন্ধনে লাইভে প্রচারিত ও একটি মহলের অভিযোগের জবাব দেয়া হয়। (লাইভ লিং সংযুক্ত)

https://www.facebook.com/share/v/1Aj5LS7Pf6/

লাইভ লিং

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৬ মে)  কুমিল্লার লাকসাম উপজেলার ফুলগাঁও ফাজিল (স্নাতক) মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য পদে জামায়াত পন্থী দুইজন ও বিএনপি পন্থী একজন নির্বাচিত হন। কিন্তু দুদিন পর ৮ মে মানববন্ধন করে ফেসবুক লাইভে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ তোলেন বিএনপি পন্থী পরাজিত প্রার্থীরা।

ফেসবুক লাইভে বিভিন্ন সমালোচনা ও অভিযোগের জবাব দেয়াসহ পাল্টা অভিযোগ এনে বক্তব্য রাখেন, ফুলগাঁও ফাজিল মাদ্রাসা ছাত্র সংসদের সাবেক ভিপি নিজাম উদ্দিন মোহাম্মদ মহসিন, সদ্য নির্বাচিত অভিভাবক সদস্য মাওলানা মহিউদ্দিন মিয়াজীর চীফ এজেন্ট আব্দুল মান্নান খোকন, আলিম স্তরের পরাজিত প্রার্থী মাওলানা জাফর আহমেদ। 

এ সময় উপস্থিত ছিলেন, সদ্য নির্বাচিত অভিভাবক সদস্য মাওলানা মহিন উদ্দিন মিয়াজী, মাওলানা বেলাল হোছাইন, নির্বাচনের এজেন্ট আব্দুল মতিন সবুজ, একই এলাকার মাওলানা আহসান উল্লাহ, মাষ্টার শরিফুজ্জামান, ফুলগাঁও বাজারের ব্যবসায়ী বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার