Featured

Type Here to Get Search Results !

ভূমি দস্যুদের হুঁশিয়ারি দিলেন লাকসাম পৌর প্রশাসক

 নিজস্ব প্রতিবেদক: পুকুর ও জলাধার ভরাটকারী ভূমি দস্যুদের হুঁশিয়ারি দিয়েছেন লাকসাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ। জলাবদ্ধতা নিরসনে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

বুধবার (১৮ জুন) লাকসাম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

আলোচনায় লাকসামে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা নিরসনে সম্ভাব্য করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ লাকসামে কোনভাবেই পুকুর ভরাট করতে দেয়া হবে না বলে ভূমি দস্যুদের হুঁশিয়ারি দেন।

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাউছার হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী ও সেক্রেটারি মাওলানা মোঃ শহীদুল্লাহ, সাংবাদিক মিজানুর রশিদ, লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অপরিকল্পিত ভবন নির্মাণ, পলিথিনের যথেচ্ছ ব্যবহার খাল-নালার দখল দুষন, এবং অপরিচ্ছন্নতার কারণে লাকসামে জলাবদ্ধতা চরমে পৌঁছেছে। এ থেকে উত্তরণে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের গুরুত্বারোপ করা হয়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার