Featured

Type Here to Get Search Results !

মনোহরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (৩০ জুন ২০২৫) রাত সাড়ে ৮টায় উপজেলার বাইশগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদ বিন ফারুকের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও দুটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার বাইশগাঁও গ্রামের মৃত মো. মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৫৫) এবং একই গ্রামের মৃত রেবন আলীর ছেলে মো. ফয়েজ (৪০)।

পরে আটককৃতদের উদ্ধারকৃত মাদকসহ মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার