সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদ বিন ফারুকের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও দুটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার বাইশগাঁও গ্রামের মৃত মো. মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৫৫) এবং একই গ্রামের মৃত রেবন আলীর ছেলে মো. ফয়েজ (৪০)।
পরে আটককৃতদের উদ্ধারকৃত মাদকসহ মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।







.jpg)



