শনিবার (৬ সেপ্টেম্বর) আহলে সুন্নাত ওয়াল জামাত আয়োজিত জশনে জুলুসে নেতৃত্ব দেন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সভাপতি মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
গাজী সোহেদা (রহ.) মাজার থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জসনে জুলুস শুরু হয়ে ধান বাজার চত্বরে আলোচনা, দোয়া মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
বক্তারা বলেন, সমগ্র বিশ্বজুড়ে শান্তির বাণী প্রচারকারী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শুভাগমন ইসলামের ইতিহাসে এক গৌরবময় ও যুগান্তকারী ঘটনা। তাঁর মহান আদর্শ ও শিক্ষা সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশিকা হিসেবে বিরাজমান। তাঁর এই মহিমান্বিত আগমনকে স্মরণীয় করে রাখতে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ একযোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকে। এই পুণ্যময় দিন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অফুরন্ত সুখ, শান্তি ও সমৃদ্ধির দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুফতি মাওলানা এমএ তাহের, মাও. এমদাদুল হক জিহাদী, মাও. নূরুল ইসলাম জিহাদী, মাও. রবিউল হোসেন হেলালি, সাইফুল ইসলাম আলকাদরি, মাও. আনোয়ার হোসেন সিরাজি, মোঃ মহিউদ্দিনসহ নানা বয়সের বিভিন্ন স্তরের মুসুল্লি।