নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। নির্বাচন বানচাল করতে তারা পিআর পদ্ধতি আবিষ্কার করেছে। যারা পিআর চান, তারা পাকিস্তান চলে যান।
বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার র্যালী ও আলোচনা সভায় জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মোঃ আবুল কালাম কথা গুলো বলেন।
কালাম বলেন, ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের চরম শিকার হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের তুলনায় আমাদের ত্যাগ তুচ্ছ।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লাকসাম পৌরসভা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ মজির আহমদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান বাদল ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি, জেলা যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমীর, অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, মুজাহিদুল ইসলাম চৌধুরী।এসময় পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হাশেম মানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলমসহ লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।