Featured

Type Here to Get Search Results !

লালমাইতে এসিআই মোটরসের বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ মাঠে এসিআই মোটরসের বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সোনালীকা ডে উৎসবে এসিআই মোটরসের এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসিআই মোটরস লিমিটেডের ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার তানজির আলম রিদয়, ডেপুটি এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, এসিআই মোটরসের ডিলার শ্রী মোহন চন্দ্র সরকার, রিকোভারি টেরিটোরি মাহবুব আলম, টেরিটোরি ম্যানেজার (সার্ভিস) মো. আলমগীরসহ ট্রাকটর মালিক, ড্রাইভারগণ। এছাড়াও কোম্পানির বিভিন্ন মোটর পার্টস, নতুন মোটরসাইকেল প্রদর্শনী ও বিক্রয় করা হয়।

-চন্দন সাহা, লাকসাম

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার