Featured

Type Here to Get Search Results !

নাঙ্গলকোটের সাবেক মেয়র-চেয়ারম্যানসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতা: ‎কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেকসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। ‎

দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্যরা হলেন- নাঙ্গলকোটের সাবেক চেয়ারম্যান সামছুদ্দীন কালু, ঢালুয়াবাজার বড় বাড়ি এলাকার ইউসূফ ভূইয়া ও খাটাচৌঁ হাজীবাড়ি এলাকার আব্দুর রাজ্জাক।

দুদকের আবেদন সূত্রে জনা যায়, অভিযোগ সংশ্লিষ্ট এসব ব্যক্তিদের বিরুদ্ধে টেন্ডারবাজি, পদ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। ‎তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। 

পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত। 

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার