Featured

Type Here to Get Search Results !

লাকসামে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারিদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারিদের ৭৫% উৎসব ভাতার দাবিতে এবং শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য

কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত লাকসাম উপজেলা পরিষদের উত্তর গেইটে আল আমিন ইনস্টিটিউটের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আল আমিন ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লাকসাম উপজেলা সভাপতি মাওলানা ফরিদুল হক, এ মালেক ইনস্টিটিউশনের (রেলওয়ে হাইস্কুল) প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, আতাকরা হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক কামাল হোসেন, আল আমিন ইনস্টিটিউটের শিক্ষিকা ফয়জুন্নেসা খানম, মাওলানা তাহেরুল ইসলাম, দশম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা নোমান নাবা প্রমুখ। আল হেদায়া ইসলামীয়া মহিলা মাদ্রাসার সুপার নাসিমা আক্তার, আল আমিন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মোঃ আসলাম মিয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শত শত শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার