Featured

Type Here to Get Search Results !

লাকসামে ট্রাক চাপায় নিহত স্বাধীনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে অটোরিকশার ধাক্কায় ট্রাক চাপায় মোটর সাইকেলারোহী এক যুবক নিহত হয়েছে। আহত হন অপর আরোহী। নিহত শাহাদাৎ হোসেন স্বাধীন (২২) গাজিমুড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। আহত ফারুক হোসেন (৩৪) একই গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের দৌলতগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মনোহরগঞ্জ সিএনজি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটায় একটি মোটর সাইকেলে করে ঐ দুই যুবক শহরের মনোহরগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে দৌলতগঞ্জ বাজারের দিকে আসছিলেন।  তারা দৌলতগঞ্জ জামে মসজিদের সামনে বিএস টাওয়ারের কাছে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে পেছন থেকে আসা বিআরটিসি সারভর্তি একটি ট্রাকের নিচে তারা চাপা পড়ে। এতে মোটর সাইকেল আহোরী দুই যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শাহাদাৎ হোসেন স্বাধীন মারা যায়। আহত ফারুক হোসেনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লার একটি হাসপাতালে নিলে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। বর্তমানে ঢাকায় তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটর সাইকেলটি আটক করা হয়েছে। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার