নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার মধ্য আউশপাড়ায় ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিনের উদ্যোগে “আল দ্বীন হিফজ একাডেমি” উদ্বোধন এবং চট্টগ্রামের বিখ্যাত মেজবান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে স্বজনদের কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালামের প্রতিনিধি ও লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ মোশাররফ হোসেন মুশু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান দুলাল।
এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) মোঃ মনির উদ্দিনের উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত লোকজনের পরামর্শে প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হয় এবং একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটিতে মোঃ মনির উদ্দিন সভাপতি এবং মাষ্টার মোঃ এমরান হোসেন ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়। এলাকাবাসী প্রতিষ্ঠানটির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম খুলশী ক্লাব লিমিটেডের সভাপতি মো. সাজ্জাদ উল্লাহ, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সামসুউদ্দীন। আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন, ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন ও আউশপাড়া যুব সমাজ।
এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চট্টগ্রামস্থ খুলশী ক্লাব লিমিটেড, বৃহত্তর কুমিল্লা সমিতি, কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন, লাকসাম সমিতির নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে মোঃ মনির উদ্দিন বলেন, “সবার সহযোগিতায় এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চাই। এটি বৃহত্তর লাকসামে শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে।”
অন্যান্য বক্তারাও উদ্যোগটির প্রশংসা করে বলেন, এটি এলাকার সামাজিক ও শিক্ষাবিষয়ক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।






.jpg)


