-লাকসামে বিএনপির উঠান বৈঠক ও মহিলা সমাবেশে আবুল কালাম
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ডের রাজঘাট এলাকায় বিএনপির উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কার্যনির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা সভাপতি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আবুল কালাম।প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, আমরা নির্বাচিত হলে, দেশকে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজ মুক্ত করব। আমরা নির্বাচিত হলে শিক্ষা-দীক্ষা বিবেচনা করে চাকরির ব্যবস্থা করব, শিক্ষা খাতে বেশি বরাদ্দ দেব, মহিলা কলেজ করব, মা-বোনদের জন্য ডাঃ জোবায়দা রহমানের নেতৃত্বে চিকিৎসা সেবা পৌঁছে দেব, যোগাযোগ ব্যবস্থা উন্নত করব। আমরা ক্ষমতায় এলে ডাকাতিয়া নদী, কার্জন খাল পূনরুদ্ধার করে খননসহ নদীপথ চালুসহ এ নদীকে পর্যটন কেন্দ্রে পরিণত করবো।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কমিশনার আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র মজির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইয়াসির মোঃ ফয়সাল আশিক, বিএনপি নেতা ডাঃ নুরুল্লাহ রায়হান, আবুল হাশেম মানু, সুভাষ বনিক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ, মহিলা নেত্রী সাইকা মাহমুদ, পৌরসভা বিএনপির সহ-সভাপতি বেলাল রহমান মজুমদার, বিএনপি নেতা আবুল হোসেন মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, আবদুল হক, গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান ইসলাম, হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেক হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।







.jpg)


