Featured

Type Here to Get Search Results !

১৯ হাফেজকে পাগড়ি দিলো মদিনাতুল উলুম মাদরাসা

নিজস্ব প্রতিবেদক: লাকসাম মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার ৩৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) পৌর এলাকার পূর্ব লাকসাম গন্ডামারা মাদানী নগর ক্যাম্পাসে আয়োজিত মাহফিলে মাদরাসার ১৯ জন নবাগত হাফেজকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেয়া হয়। 

মাহফিলে বয়ান করেন, চট্টগ্রাম আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি খলিল আহমদ কুরায়শী কাশেমী, ঢাকা মিরপুর আকবর কমপ্লেক্সের মহাপরিচালক মুফতি দিলাওয়ার হোসাইন দা.বা., উত্তরা জামেয়া রওজাতুল উলুমের প্রধান মুফতি মাওলানা মুফতি জোনায়েদ কাসেমী, যাত্রাবাড়ী জামিয়া মাহমুদিয়ার প্রধান মুফতি রেজাউল করিম আবরার।

মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মো. আবুল খায়েরের তত্ত্বাবধানে মাহফিলে ছাত্র-শিক্ষকসহ এলাকার শতশত মুসুল্লি অংশগ্রহণ করেন। 

পাগড়ি প্রাপ্ত নবাগত হাফেজদের মধ্যে রয়েছেন, মোহাম্মদ রেদোয়ান (বানঘর), মোহাম্মদ জুনায়েদ (ডিমাতলী), মো. ফজলুর রহমান (হামিরাবাগ), মো. ইসমাইল হোসেন (কাগৈয়া), মো. জাবেদ হোসাইন (গাজীমুড়া), মো. মিনহাজুল ইসলাম (উত্তর ফেনুয়া), মো. আব্দুল কুদ্দুস (হাতিমারা), মো. আবদুল্লাহ রাহাত (শাহারখোলা, নরসিংদী), মো. আবদুর রহিম (বড়বাম), মো. আরমান হোসেন (মোহাম্মদপুর), মো. ফরহাদ হোসেন (দিশাবন্দ), মোহাম্মদ আল আমিন (ইছাপুরা), মো. রাসেদুল ইসলাম (হাতিমারা), মো. জহিরুল ইসলাম (হাসনাবাদ), মো. আবু হানিফ (ইছাপুরা), মো. আলমগীর হোসেন (রাজাপুর), সিয়াম আহমেদ (দিগধাইর), মো. মাহদী হাসান (তারাপাইয়া) ও মো. জিহাদুল ইসলাম (ধামৈচা)।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার