নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ২৫৬ ও২৫৭ কুমিল্লা-৮ ও ৯ আসনে প্রথমবারের মত তিনি প্রার্থী হলেন। দলীয় প্রতিক ফুলের মালা।
বুধবার (২৯ নভেম্বর) রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের নিকট তার প্রতিনিধি এ মনোনয়নপত্র জমা দেন।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সৈয়দ রেজাউল হক চাঁদপুরী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে নির্বাচিত হওয়ার ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।







.jpg)


