Featured

Type Here to Get Search Results !

ইসলামী সংগীত: ওই খুঁটিহীন নীল আকাশ

 https://youtu.be/iTR7o0sUlrs


ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে,
তুমি কুদরতী ঈশারায় রেখেছ।
এই শ্যামল পৃথীবির চিত্রখানি,
তুমি নিপুন তোমার হাতে এঁকেছ।

“ওগো আল্লাহ শুকর তোমার,
আমারে যে মুসলিম করেছ”
“ওগো আল্লাহ শুকর তোমার,
আমারে যে মুসলিম করেছ”
ওই খুটিহীন নীল আকাশ ভুবন মাঝে,
তুমি কুদরতী ঈশারায় রেখেছ।

এই শ্যামল পৃথীবির চিত্রখানি,
তুমি নিপুন তোমার হাতে এঁকেছ।
“ওগো আল্লাহ শুকর তোমার,
আমারে যে মুসলিম করেছ”
“ওগো আল্লাহ শুকর তোমার,
আমারে যে মুসলিম করেছ”
তুমি সাগরের বুকে দিলে কান্না,
তুমি পাহাড়ের বুকে ‍দিলে ঝরণা ।

ও হো হো.. তুমি সাগরের বুকে দিলে কান্না,
তুমি পাহাড়ের বুকে ‍দিলে ঝরণা ।
আজ নিশি রাতের ওই দূর নীলিমায়,
আজ নিশি রাতের ওই দূর নীলিমায়,
তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ।

“ওগো আল্লাহ শুকর তোমার,
আমারে যে মুসলিম করেছ”
“ওগো আল্লাহ শুকর তোমার,
আমারে যে মুসলিম করেছ”
ওই খুটিহীন নীল আকাশ ভুবন মাঝে,
তুমি কুদরতী ঈশারায় রেখেছ।

এই শ্যামল পৃথীবির চিত্রখানি,
তুমি নিপুন তোমার হাতে এঁকেছ।
“ওগো আল্লাহ শুকর তোমার,
আমারে যে মুসলিম করেছ”
“ওগো আল্লাহ শুকর তোমার,
আমারে যে মুসলিম করেছ”
তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ,
গাইতে এ দুনিয়ায় তোমারি গান।

ও হো হো..তুমি সৃষ্টি
জীবের মাঝে দিয়াছ প্রাণ,
গাইতে এ দুনিয়ায় তোমারি গান।
এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম,
এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম,
তার মরণ খাতায় নাম লিখেছ।

“ওগো আল্লাহ শুকর তোমার,
আমারে যে মুসলিম করেছ”
“ওগো আল্লাহ শুকর তোমার,
আমারে যে মুসলিম করেছ”

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার