নিজস্ব প্রতিবেদক: বিশেষ সেবা দানের অঙ্গীকারে লাকসাম পৌরসভার রাজঘাটে মোটো গ্যারেজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আসর মিলাদ-দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এটি উদ্বোধন করা হয়।
গ্যারেজের পরিচালক মোরশেদ আলম ব্যবস্থাপনায় দোয়া মাহফিল ও মিলাদ পরিচালনা করেন, রাজঘাট জামে মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম ও মুয়াজ্জিন হাফেজ আবদুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল খালেক, জাগো লাকসাম সম্পাদক মো. আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলম, মোটরযান ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।