নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন প্লাটফরম থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে সত্তোরোর্ধ্ব ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, সত্তোরোর্ধ্ব ওই বৃদ্ধ জংশন স্টেশনসহ বিভিন্ন স্থানে ভিক্ষা বৃত্তি করে জীবননির্বাহ করতেন। তার পরিচয় উদ্ধারে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কাজ করছেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।