নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান। প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক অতিরিক্ত পরিচালক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট কৃষির কোন বিকল্প নেই। আর স্মার্ট নাগরিকের দরকার রঙ্গিন পুষ্টিকর নিরাপদ খাদ্য। এ লক্ষ্যে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প কাজ করে যাচ্ছে।
এ সময় প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শেখ আজিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. একেএম রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ শওকত আলী প্রমুখ।
প্রশিক্ষণে অগ্রসরমান উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ অতিরিক্ত পরিচালকসহ কৃষিবিদদের সাথে মতবিনিময় করেন।