নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক শহর। এখানে সাধারণ দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কল-কারখানা, শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল-ক্লিনিক, সরকারি -বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও নানান নিত্য পণ্যের পাইকারি আড়ত রয়েছে। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে গ্রাহকদের জমা দেয়ার সুবিধার্থে প্রতি শনিবার ছুটির দিনেও ইসলামী ব্যাংক বাংলাদেশ লাকসাম শাখা অর্ধ বেলা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
বিষয়টি জানান দিয়ে ইসলামী ব্যাংক লাকসাম শাখা ব্যবস্থাপক মোঃ সানা উল্লাহ তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'সম্মানিত গ্রাহকদের সুবিধার্থে তাদের জমা গ্রহন করার জন্য ইসলামী ব্যাংক লাকসাম শাখা প্রতি শনিবার অর্ধবেলা খোলা থাকবে।'
ইসলামী ব্যাংক লাকসাম শাখা ব্যবস্থাপক মোঃ সানা উল্লাহ বলেন, 'আমাকে লক্ষীপুর জেলা শাখা থেকে উপজেলা বদলী করায় একটু মন খারাপ করেছিলাম। কিন্তু লাকসাম শাখায় জয়েন করে দেখি অনেক জেলা থেকে ও লাকসামের ব্যবসা-বাণিজ্য, আর্থিক স্বচ্ছলতা এবং লাকসামের মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ। তাই লাকসামবাসির সেবা করার জন্য বিশেষ করে টাকা-পয়সা যাতে দুদিন বন্ধের মধ্যে রিস্ক না থাকে সে আলোকে অধিকাংশ ব্যবসায়ী এবং বনিক সমিতির লিখিত মতামতের আলোকে শনিবার খোলা রাখার জন্য আবেদন করি।
আলহামদুলিল্লাহ, প্রধান কার্যালয় সে আবেদন বাংলাদেশ ব্যাংকে প্রেরন করে এবং সদয় অনুমতি প্রদান করে। এখন আপনাদের সকলের সহযোগিতা এবং পরামর্শ কামনা করি। শনিবার ১০ থেকে ২টা পর্যন্ত শুধু জমা লওয়ার অনুমতি পেয়েছি। আশা করছি জমার পরিমান বেশী হলে সকল লেনদেন করতে পারবো।'