নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদকে সামনে রেখে লাকসামে যাত্রা শুরু করেছে ফ্যাশন মার্ট ও প্রিমিয়াম পাঞ্জাবির ফ্যাশন হাউজ। লাকসাম পৌর শহরের বি.এস টাওয়ার টু-তে সোমবার আনুষ্ঠানিকভাবে শো-রুমটি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছে প্রিমিয়াম পাঞ্জাবি হাউজ। সোমবার সন্ধ্যায় মিলাদ, দোয়া এবং কেক কাটার মধ্য দিয়ে ফ্যাশন মার্ট শোরুম ও ফ্যাশন পাঞ্জাবি হাউজের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা শিহাব খান, সেক্রেটারি সাইফুল ইসলাম, সাবেক ন.ফ.স কলেজ আহবায়ক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজু, পৌর ছাত্রলীগ সভাপতি সাইফ খান স্বাধীন, সেক্রেটারি কাউসার আহমেদ, উপজেলা সভাপতি সালাউদ্দিন সানি, সেক্রেটারি আমিনুল ইসলাম তুষার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান জুয়েল, কলেজ সভাপতি তানিম আহমেদ, লাকসাম পৌর ৭নং ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান স্বাধীন প্রমুখ নেতৃবৃন্দ।
ফ্যাশন মার্ট শোরুম এবং প্রিমিয়াম পাঞ্জাবি হাউজের কর্ণধার মাহমুদুল হাসান ফাহিম বলেন, লাকসামের ক্রেতাদের কথা মাথায় রেখেই বিএস টাওয়ার টুতে এই প্রতিষ্ঠানটি খোলা হয়েছে। আমাদের রুচিশীল পোশাকগুলো ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে। প্রতিটি পণ্যই এখানে পাবেন নতুন আঙ্গিকে।
মিলাদ শেষে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি এবং তরুণদের জন্য হাল-ফ্যাশনের বিভিন্ন ডিজাইনের পণ্য লাকসামে নিয়ে আসায় মাহমুদুল হাসান ফাহিমের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন অতিথিরা। পরে ফিতা কেটে অতিথিবৃন্দ ফ্যাশন মার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।