Featured

Type Here to Get Search Results !

মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলে পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরে মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলে আন্তঃস্কুল বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল একটি আদর্শ প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ও সংস্কৃতিমনা। তাদের পরিবেশনা অত্যন্ত মনোমুগ্ধকর। এ সময় তিনি পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব পালনের আহবান জানান।

স্কুলের চেয়ারম্যান এস এম শেখ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এনামুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল নোমান সজিব, নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মামুনুর রশিদ, মোঃ নেয়ামত উল্লাহ, মোঃ শামছুল আলম, সাদ্দাম হোসেন।

সিনিয়র শিক্ষক জানে আলমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত হোসাইন সুমন। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদানসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার