নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ মাঠে অমর একুশের বইমেলা শুরু হয়েছে। একুশে ফেব্রুয়ারি (বুধবার) এ মেলা উদ্বোধন করা হয়। মেলা চলবে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত।
নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ ফখরুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক মোঃ মুসলিম সাদ্দাম, সহকারি অধ্যাপক মনিরুল ইসলাম, প্রভাষক নাইমুল বারীসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মেলার ১১টি স্টলে রাজনৈতিক, ধর্ম বিষয়ক ও শিশু-কিশোরদের উপযোগী বই এবং স্থানীয় লেখকদের লেখা গল্প-কবিতা উপন্যাস স্থান পেয়েছে।
মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নানা বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার ক্রেতা ও দর্শনার্থী বিশেষ করে তরুণ-তরুণীদের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়।