নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবসে কুমিল্লার লাকসামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল হাই সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম।
যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতার সঞ্চালনায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর মাওলা চৌধুরী, বাবুল মিয়া, ইলিয়াস মিয়া, আর্মি (অবঃ) সিরাজ মিয়া, শফিকুর রহমান, ইউনুস মিয়া, মোহাম্মদ আলী, মমতাজ উদ্দিন, আবদুল বারী মজুমদার, সামছুদ্দিন, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে তুচ্ছ করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অনন্য অবদান রেখে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন।







.jpg)


